মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সিন্ডিকেট ধরতে অভিযান শুরু
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের খবর প্রচারের পরই বাংলাদেশে চাহিদা বেড়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের। আর এরই সুবিধা নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে কয়েকগুণ। এসব ব্যবসায়ীকে ধরতে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
সোমবার (৯মার্চ ) অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের তত্ত্বাবধানে মাঠে নামে পাঁচটি টিম। অভিযান পরিচালনায় রয়েছে অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল, রোজিনা আক্তার, মাগফুর রহমান ও মাহমুদা আক্তার।
এদিকে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সরকারিভাবে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর ও আইইডিসিআর। বাইরে থেকে ফিরে সাবান বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে তারা।