ল্যাবের গরম পানিতে দগ্ধ শাবির দুই শিক্ষার্থী
প্রতিনিধি, শাবি: ল্যাবে কাজ করার সময় অসতর্কতাবশত গরম পানি পড়ে দগ্ধ হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
দগ্ধরা হলেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবদুল্লাহ আল নাছিম ও মো. তাহমিদুল করিম।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবু ইউসুফ।
আহত তাহমিদুলের হাত এবং নাছিমের পাকস্থলীর নিচের অংশ ও দুই হাত দগ্ধ হয়েছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
তিনি বলেন, বিভাগের ল্যাবে কাজ করার সময় ওটোক্ল্যাভ মেশিনের গরম পানি গায়ে পড়ে এ ঘটনা ঘটে। সাধারণত ওটোক্ল্যাভ মেশিনের পানি ঠান্ডা হলে সেটা খুলতে হয়। কিন্তু শিক্ষার্থীরা হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে অসতর্কতায় গরম অবস্থাতেই খুলে ফেলেছে, তাই এই অবস্থা তৈরি হয়েছে।