করোনায় আক্রান্ত ১ লাখ, সুস্থ হলেন ৬৪ হাজার
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ১৩ হাজার মানুষ। এতে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ হাজারের বেশি জন। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার জানায়, চীনের ৭০ শতাংশ করোনা রোগী সুস্থ হয়েছেন।দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজার।
এছাড়া ডব্লিউএইচও আরো জানায়, করোনার প্রাদুর্ভাব ‘নিয়ন্ত্রণে’ নিয়ে এসেছে চীন।
করোনাভাইরাসের ভয়াবহতা কমায় চীনে অস্থায়ীভাবে গড়ে তোলা হাসপাতালগুলোর অধিকাংশ বন্ধ করে দেয়া হচ্ছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসের উৎপত্তি কেন্দ্রে আক্রান্ত রোগীদের আলাদা করে রাখার জন্য এসব হাসপাতাল চালু করে দেশটি।
তবে চীনে করোনার ভয়াবহতা কমলেও বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
চীনের বাইরে এই ভাইরাস ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ আকার ধারণ করেছে। ইতিমধ্যে ইতালিতে ১ কোটি ৬০ লাখের বেশি মানুষ কোয়ারেন্টাইনে। দেশটিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা ৪৬৩ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে ইতালিতে এই ভাইরাসে মৃতের সংখ্যা বেশি।
এর পরে ইরানে ২৬৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৫৪ জন, যুক্তরাষ্ট্রে ২৮ জনের মৃত্যু হয়েছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে উহানে করোনার সর্ব প্রথম প্রাদুর্ভাব ঘটে। এর পর বিশ্বের ১০০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত নতুন নতুন দেশ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে।