কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা
সংবাদদাতা, কুড়িগ্রাম: ‘যুক্তির যুদ্ধে পরাজিত হয়ে যাদুঘরে যাক বাল্য বিয়ে’ স্লোগানে কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধে জেলা পর্যায়ের বিভিন্ন স্কুল ও মাদরাসা পর্যায়ের ছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিল্ডিং ফিউচার ফর বেটার গার্লস (বিবিএফজি) আন্তঃস্কুল গার্লস বিতর্ক-২০১৯-২০২০ এর আওতায় জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১২ মার্চ ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদগিরণ মঞ্চে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন।
বিতর্ক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ আদর্শ জনতা উচ্চ বিদ্যালয়।
মডারেটর অধ্যক্ষ শাহ মো. রেজাউল করিমের উপস্থাপনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিলুফা সুলতানা, মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, প্লান ইন্টারন্যাশনালের বিভাগীয় ম্যানেজার আশীষ কুমার বকসী, প্রকল্প কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, প্লান ইন্টারন্যাশনালের প্রকল্প ম্যানেজার নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।