অটোরিকশা চাপায় শিশু নিহত
প্রতিনিধি, পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় বেপরোয়া অটোরিকশার চাপায় ফরহাদ হোসেন (৭) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গুড়া-অষ্টমনিষা সড়কের ঝিনাইগাড়ি কলকতি নামক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামের রেজাউল করিম সরদারের পুত্র।
নিহত শিশুটির চাচা শাহিন হোসেন সরদার জানান, বাড়ির সামনের পাকা সড়ক দৌড়ে অতিক্রমের সময় ওই অটোরিকশার সাথে ধাকা লেগে ফরহাদ রাস্তার উপর পড়ে যায়। এ সময় তার পেটের উপর দিয়ে অটোরিকশার একটি চাকা উঠে যায়। এ সময় সে গুরুতর আহত হলে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ভাঙ্গুড়া উপজেলা কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ঘটনাটি শুনেছি তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খুবই বেদনাদায়ক।