বিচার পেলেন আইলান কুর্দি
দুরন্ত ডেস্ক: আইলান কুর্দির কথা মনে পড়ে! ২০১৫ সালে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে একটু ভালো জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে চেয়েছিল যে শিশুটির পরিবার। কিন্তু ইউরোপে পাড়ি দেওয়া হয়নি তার পরিবারের। ভাঘ্যের নির্মম পরিহাস। নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার পথে ডুবে যায় যায় নৌকাটি। তিন বছরের আইলান কুর্দিসহ আরও পাঁচজন নিহত হন। তুরস্কের মুগলা প্রদেশের বোদরুমে সাগরের পাড়ে ভেসে আসা আইলান কুর্দির নিথর দেহ পুরো বিশ্বকে হতবাক করে দেয়।
সিরিয়া সংকটের প্রতীক হয়ে ওঠা আইলান কুর্দির নিহত হওয়ার ঘটনায় তিন মানবপাচারকারীকে ১২৫ বছরের শাস্তি দেয়া হয়েছে। তুরস্কের আদালত শুক্রবার এই রায় দেন। এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, একটি মানব পাচারকার চক্রের প্রধানসহ গত সপ্তাহে তুরস্কের আদানা থেকে তিনজনকে আটক করা হয়। জানা গেছে, ওই চক্রই আইলান কুর্দি নিহতের ঘটনার সঙ্গে জড়িত। তুরস্কের আদালত আটকদের উদ্দেশ্যপ্রণোদিত হত্যার ঘটনায় দায়ী করেছেন।
সিরিয়ায় যুদ্ধের কারণে এই পর্যন্ত ৬৭ লাখ মানুষ দেশটি ছেড়ে পালিয়েছেন।