করোনার হানা থেকে মুক্ত যেসব দেশ
দুরন্ত ডেস্ক: চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিশ্বের ২৩৫টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে ১৭৩টিতে হানা দিয়েছে এ ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার ৯৩২ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছে ১১ হাজার ৩৯৮ জন। এছাড়াও চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন।
বিশ্বব্যাপী চিন্তার কারণ হওয়া করোনাভাইরাস থেকে মুক্ত রয়েছে কিছু দেশ। অন্তত ৪২টি দেশ এখনো করোনাভাইরাসমুক্ত রয়েছে।
বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানায়। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, আক্রান্তমুক্ত দেশ গুলোর মধ্যে ৩৮টি জাতিসংঘ অন্তর্ভুক্ত এবং অন্য দেশগুলো বিশ্বে তেমন পরিচিতও নয়।
করোনামুক্ত দেশ ও অঞ্চলগুলো হলো- মিয়ানমার, বুরুন্ডি, বতসোয়ানা, বেলিজ, কেপভার্দে, কোট ডি’আইভায়ার, শাদ, কমোরোস, ডোমিনিকা, ইরিত্রিয়া, গ্রেনাডা, গিনি বিসাউ, হাইতি, হোলি সি, কিরিবাতি, লাওস, লেসোথ, লিবিয়া, মাদাগাস্কার, মালাউই, মালি, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, মোজাম্বিক, নাউরু, নাইজার, উত্তর কোরিয়া, পালাউ, পাপুয়ানিউগিনি, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন্স, সাও টম অ্যান্ড প্রিন্সিপি, সিয়েরালিওন, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ সুদান, সিরিয়া, তাজিকিস্তান, পূর্ব তিমুর, টোঙ্গা, তুর্কমিনিয়া, টুভালু, ইয়েমেন।