করোনায় ১৩ বছরের কিশোরীর মৃত্যু
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে এবার ১৩ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনা পানামায়। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
পানামার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, রবিবার মারা যাওয়ার সময় ওই কিশোরী দক্ষিণ আমেরিকার এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, ওই কিশোরীর যে করোনায় মারা গেছে তা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অভিহিত করা হয়েছে।
তবে ওই কিশোরীর সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয় নি।
এর আগে পানামায় করোনায় ৯২ বছর বয়সীর একজনের মৃত্যু হয়।
দেশটির স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, পানামায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ৩১৩ জন। পানামার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, রবিবারেই ৬৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। যা গত দিনের তুলনায় ২৮ শতাংশের বেশি।
প্রাণঘাতী করোনায় ইতিমধ্যে বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ৫০০ জনের।