করোনা প্রতিরোধে সড়কে জীবাণুনাশক স্প্রে করছে ডিএনসিসি
দুরন্ত ডেস্ক: করোনা প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যেগে বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে ৮টি পানির গাড়িতে ১৬ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ) ১ লাখ ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক পানি ২৪ লাখ বর্গফুট এলাকায় ছিটানো হয়।
স্প্রে করা স্থানগুলো হলো, উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা, উত্তরা সেক্টর-৪ ও সংলগ্ন এলাকা, যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কোকাকোলা বাসস্ট্যান্ড, নিকুঞ্জ এলাকা, মিরপুর সেকশন ১ মুক্তবাংলা মার্কেটের পিছনে ও সংলগ্ন এলাকা, মিরপুর-১ সরকারি কোয়ার্টারের ভিতরে ও সংলগ্ন এলাকা, গাবতলী হতে কল্যাণপুর, মিরপুর ৬০ ফুট রোড ও সংলগ্ন এলাকা, মোহাম্মদপুর তাজমহল রোড, কলেজগেইট, সোহরাওয়ার্দি হাসপাতাল ও সংলগ্ন এলাকা, মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, আইসিডিডিআরবি মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, ফার্মগেইট ও সংলগ্ন এলাকা।
এছাড়া প্রতিটি ওয়ার্ডের গলিতে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইলব্যারো মেশিনের তরল জীবাণুনাশক স্প্রে করে।
পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীদের গ্লাভস ও বুট-জুতা বিতরণ : পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীদের ১২০০ জোড়া উন্নত মানের গ্লাভস ও ১০০০ জোড়া বুট-জুতা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেককে ২৫ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়েছে।