করোনায় এক বছরের কম বয়সী শিশুর মৃত্যু
দুরন্ত ডেস্ক: বিশ্ব মহামারি রূপ নেওয়া কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক বছরেরও কম বয়সী এক শিশু মারা গেছে। এর আগে বিশ্বে করোনা ভাইরাসে এত কম বয়সী কারো মৃত্যু হয়নি। যা এক বিরল ঘটনা।
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের বাসিন্দা ছিলো ওই শিশু। শনিবার ইলিনয় অঙ্গরাজ্যের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ সম্মেলনে গভর্নর জেবি প্রিটজকার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মধ্যে এই শিশুও রয়েছে।
ইলিনয় অঙ্গরাজ্যে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, শিকাগোতে মারা যাওয়া শিশুটি এক বছরের চেয়ে কম বয়সী ছিলো। তার পরীক্ষায় কোভিড-১৯-এর ফলাফল পজিটিভ আসে।
এক বিবৃতিতে স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর এনগোজি ইজাইক বলেছেন, ‘এর আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে এত কম বয়সী শিশুর মারা যাওয়ার নজির নেই। তার মৃত্যুর কারণ জানতে অনুসন্ধান চলছে।’
তিনি আরো বলেন, ‘আমি জানি এই সংবাদটি কতটা কঠিন। বিশেষ করে এই শিশুটির পরিবারের জন্য। এতো ছোট একটি শিশু মারা গেলো।’
এর আগে গত সপ্তাহে প্যারিসের ইলে-ডে-ফ্রান্স অঞ্চলে ১৬ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর কথা জানানো হয়।
এছাড়া গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনা ভাইরাসে এক কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সরকারি কর্মকর্তারা।
এতো দিন শোনা যাচ্ছিলো এ পর্যন্ত করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বয়স্কদের। সেখানে শিশুমৃত্যুর হার ছিল শূন্যের কোটায়। খবর: এনডিটিভি