ভারতে একরাতে করোনায় আক্রান্ত ২৩২
দুরন্ত ডেস্ক: ভারতেও প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। একরাতের ব্যবধানে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ২৩২জন মানুষ।
ভারতের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৩০০ ছাড়িয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৩০১ জন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একরাতে ব্যবধানে করোনায় আক্রান্ত হয়েছে ২৩২ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৬ জন।
খবরে আরো বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৫৬ জন মানুষ। এদিকে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৩জন মানুষ। আর মৃত্যু হয়েছে ৩ জনের।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভাইরাসটি দ্বারা আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এ রাজ্যে এ পর্যন্ত ৩৩৫ জন আক্রান্ত হয়েছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে তামিলনাড়ু। এ রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ৩০৯ জন। এর পরে কেরলে আক্রান্ত হয়েছে ২৮৬ জন।