দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০, নতুন শনাক্ত ৩৪১
দুরন্ত ডেস্ক: দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে সাতজন পুরুষ ও তিনজন নারী। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে। তাদের মধ্যে ঢাকায় ছয়জন ও ঢাকার বাইরে চারজন মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে সর্বমোট ২ হাজার ১৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ২ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে নতুন করে ৩৪১ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭২ জনে।
এ পর্যন্ত মোট ৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।