কৃষকের ধান কেটে দিল ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ
নিজস্ব প্রতিবেদক : ঢাকা সিটি করপোরেশনের উত্তরখান থানার একজন কৃষকের ১৪ কাঠা জমির ধান কেটে দিয়েছে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ।
জানা যায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪নং ওয়ার্ডের পলাশিয়ায় কৃষক স্বপন মিয়া বর্তমান দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার ২ বিঘা জমির পাকা ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। করোনা মহামারীর কারণে ধান কাটার জন্য বেশি টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর সভাপতি রিফতী হোসাইন রনীর সাথে সহযোগিতা চেয়ে যোগাযোগ করেন। এরপর মঙ্গলবার (২৮ এপ্রিল) ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর সভাপতি রিফতী হোসাইন রনীর নেতৃত্বে প্রথম ধাপে ১৪ কাঠা জমির ধান কেটে দেয় দেয় ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রলীগ এর নির্দেশনা অনুসারে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ এর তত্ত্বাবধানে ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ ধান কাটার কাজ করছে বলে জানিয়েছন রিফতী হোসাইন রনী।
মঙ্গলবার ধান কাটার কাজে অংশ নেন ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক মো. ঈমাম হোসেন, ছোটন শাহা, মো. ইমরান হোসেন, মেহেদী হাসান সহ বিলাস খান, ১৫নং ওয়ার্ড ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক রাফনাউল ইসলাম রানা, মো. ইয়াছিন আহম্মেদ সাগর, মো. ইয়ামিন আহম্মেদ, রাজন আহম্মেদ, শাহ আলম, নোহান হাওলাদার প্রমুখ।