করোনায় প্রাণ গেল আরো ২ পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই দু’জন পুলিশ সদস্য হলেন পিওএম এর সদস্য এএসআই আবদুল খালেক ও ট্রাফিকের কনস্টেবল আশেক মাহমুদ।
জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের কনস্টেবল আশেক মাহমুদ মারা গেছেন।
একইদিন ভোর রাতে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর আরামবাগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত এএসআই এবং মসজিদের ইমাম আব্দুল খালেক। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
উল্লেখ্য, বুধবার দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ১০৩ জনে।