ইতিহাসবিদ মুনতাসীর মামুনের করোনা শনাক্ত
দুরন্ত রিপোর্ট: ইতিহাসবিদ ও অধ্যাপক মুনতাসীর মামুন করোনায় আক্রান্ত হয়ে মুগদা জেনারেল হাসপাতালে v চিকিৎসাধীন। সোমবার তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।
মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) মাহবুবর রহমান কচি বলেন, সোমবার অধ্যাপক মুনতাসীর মামুনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি এখন সুস্থ আছেন। তাকে সোমবার কেবিনে স্থানান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, অধ্যাপক মুনতাসীর মামুনের মা করোনায় আক্রান্ত হয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।