ইতালিতে তৈরি হলো করোনার প্রথম সফল ভ্যাকসিন!
দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসে পুরো বিশ্ব প্রায় লকডাউন।প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসটির প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা । তবে ইতালির একদল বিশেষজ্ঞ দাবি করেছেন যে তারা করোনার সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করার জন্য একটি সফল ভ্যাকসিন তৈরি করেছেন। ইতালির বিভিন্ন গণমাধ্যমেও এই খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, ইতালির রাজধানী রোমের স্পালানজানি হাসপাতালে ওই ভ্যাকসিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। ওই ভ্যাকসিনটি ইঁদুরের শরীরে এন্টিডি তৈরি করেছে বলে দাবি করেন বিজ্ঞানীরা।
ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ লাখ ২৮ হাজার ১২৬ জন । মারা গেছেন ২ লাখ ৫৮ হাজার ৩৫৬ জন। জি নিউজ।