ঢামেকের করোনা ইউনিটে ফারইস্ট ইউনিভার্সিটির ভিসিসহ ৪ জনের মৃত্যু
দুরন্ত ডেস্ক: বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এর আগে গতি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মারা গিয়েছিল ৩৯ জন। এ নিয়ে ঢামেক ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।
হাসপাতাল সূত্র জানায়, মৃতদের মধ্যে ফারইস্ট ইন্টা. ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক নাজমুল করিম চৌধুরী রয়েছেন, যাকে গত মঙ্গলবার রাতে ঢামেকের করোনা ইউনিটে ভর্তি করা হয়। বুধবার রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান। তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অবশ্য বেশ কিছুদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চতুর্থ শ্রেণীর নারী কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে মারা যান। এ ছাড়াও পল্লবী থেকে ভর্তি হওয়া ৬৫ বছর বয়সের এক বৃদ্ধা বুধবার সন্ধ্যায় মারা যান। বুধবার সকালে কামরাঙ্গীর চরের চরের ৭০ বছরের এক বৃদ্ধ করোনা ইউনিটে মারা যান।
সূএ: ইত্তেফাক