৫০৫৪ নার্সকে ১৩ মের মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতিতে রোগীদের সেবা দিতে ৫০৫৪ জনকে সিনিয়র স্টাফ নার্স পদে দেশের বিভিন্ন হাসপাতালে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
নিয়োগ পাওয়াদের ১৩ মের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নির্দেশ দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের জন্য চিঠি দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্মকমিশন তাদের নিয়োগের সুপারিশ করে।