ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩, ২২৭, মৃত ১২৭
দুরন্ত ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ হাজার ৯৩৯ জনে দাঁড়িয়েছে। রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারতের ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ১২৮ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২ হাজার ১০৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে ৫০ শতাংশই দিল্লি, মুম্বাই, পুনে, আহমেদাবাদ এবং চেন্নাইয়ের মত প্রধান শহরগুলোর বাসিন্দা বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।