যে সময় আর ফিরেনি। মৌমিতা আহমেদ

যে সময় আর ফিরেনি

মৌমিতা আহমেদ

জীর্ণতা ছুটির দরখাস্ত চেয়ে অবেলায় বিদায় নিয়েছে
আজ তবে কিসের অবসাদ ?
খা খা রোদ্দুরে পোড়া হয়না বহুদিন
ক’দিন পরে হবে এই করে করে
কি ভীষণ ভাংচুর স্মৃতিতে শেষ কালে ঘুন ধরেছিল ।
পুরনো কার্নিশ বেয়ে শেষ কবে শিশির ভেজা ভোর নেমেছিল?
ছাদ ভর্তি ফুলের বিকেল আর কবে ফিরে পেয়েছিল যত্নের পাণি?
এইতো সেই প্রত্যাশিত দিন
খুব কাঙ্খিত দিন
তোমার প্রেয়সীর জন্য অফুরন্ত সময়,
ক্লান্তি এলিয়ে  দেয়ার সময় ,
বেলা পড়তেই দেখি হঠাৎ সেই সময় উবে গেছে
আমি রয়ে গেছি সময় বন্দি করে তাদের প্রতিবিম্ব আঁকতে ।
স্রোতের তোড়ে শুধু ভেসে আসেনি আমার দিনগুলো ।
 আমাদের ফেরার হওয়া জীবঃকাল  কেউ লিখেনি কোনদিন ।
Spread the love