৭৬ দিনে করোনা কেড়ে নিল ৭০৯ প্রাণ
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাসে দেশে প্রথম মৃত্যুর পর গত ৭৬ দিনে ৭০৯ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
এছাড়া প্রথম শনাক্ত হওয়ার পর গত তিন মাসে করোনা রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ হাজার ৯১১ জন শনাক্ত ও ৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এই সময়ে সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩৭ জন। এর মধ্যে পুরুষ ৩৩ জন ও নারী ৪ জন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫২৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।