স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে বদলি
দুরন্ত ডেস্ক: স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার তাকে বদলি করে পরিকল্পনা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
তার স্থলাভিষিক্ত হয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) আব্দুল মান্নান।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় বদলির এই আদেশ জারি করেছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুলকে সরিয়ে দেয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল।
আব্দুল মান্নান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক ছিলেন। এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আলাউদ্দিন আহমেদের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছেন।
তার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।