শুরু হচ্ছে কাজী নজরুলের ইসলামী গানের অনুষ্ঠান ‘নূরের দরিয়া’
নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ইসলামী গান নিয়ে দেশে প্রথমবারের মতো রমজান মাস জুড়ে চ্যানেল নাইনে প্রচারিত হবে ইসলামী গানের অনুষ্ঠান ‘নূরের দরিয়া’। প্রজাপতি মিডিয়া লিমিটেডের আয়োজনে অনুষ্ঠানটি প্রচারিত হবে ১লা রমজান থেকে প্রতিদিন বিকেল ৫:১০ মিনিটে। মোহাম্মদ আব্দুর রউফ এর তত্বাবধানে কাজী মোস্তাফিজুর রহমানের পরিচালনায় এবং নজরুল গবেষক রফিক সুলায়মানের উপস্থাপনায় খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পীদের পাশাপাশি থাকবে প্রতিশ্রুতিশীল উদীয়মান শিল্পিরা। শুধু গানই নয় অনুষ্ঠানে উঠে আসবে নজরুলের জনপ্রিয় ইসলামী গান রচনার বিভিন্ন প্রেক্ষাপটের গল্প। অনুষ্ঠানটি টাইটেল স্পন্সর করেছে রক্সি পেইন্টস, পাওয়ার্ড বাই কুলসন সেমাই এবং কো-স্পন্সর হিসাবে থাকছে কৃষিবিদ গ্রুপ।