ফের বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
দুরন্ত ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সোমবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে করোনা সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কয়েকদফা বাড়ানো হয়। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত করা হয়। এখন তা বাড়িয়ে ৬ আগস্ট পর্যন্ত করা হলো।
দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতিতে সোমবার স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেছেন এক হাজার ২০৯ জন।
একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯৯ জনের মধ্যে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ হাজার ৬১৯ জনে।