রানি এলিজাবেথের জন্মদিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দুরন্ত ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৪তম জন্মদিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন। রানি এলিজাবেথকে পাঠানো পৃথক বার্তায় তারা এ শুভেচ্ছা জানান।
বুধবার (১৭ জুন) যুক্তরাজ্যের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তার দীর্ঘায়ু, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গত ১২ জুন রানিকে এ শুভেচ্ছা বার্তা পাঠান।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৪তম জন্মদিনের অনুষ্ঠান বাতিল করেছে যুক্তরাজ্য। রানি এলিজাবেথের ৬৮ বছরের রাজত্বের ইতিহাসে এ প্রথম তার জন্মদিনের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।