করোনা জয়ী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সর্বশেষ করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার রাতে তার ঢাকাস্থ মিন্টো রোডের বাসায় ফিরেছেন তিনি। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে।
এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর করোনা পজিটিভ রিপোর্ট আসে।