আ’লীগ নেতা আমিন করোনায় আক্রান্ত
দুরন্ত ডেস্ক: আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি শারীরিকভাবে ফিট আছেন। বর্তমানে বাসায়ই আছেন।
সোমবার বিকালে আমিনের করোনাভাইরাস পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে বলে তিনি নিজেই জানিয়েছেন।
‘কয়েক দিন ধরে গলাব্যথা থাকার কারণে নমুনা দিই। রেজাল্ট পজিটিভ আসে।
আমিন মঙ্গলবার দুপুরে টেলিফোনে যুগান্তরকে জানান, তার শরীরে করোনাভাইরাসের অন্য কোনো উপসর্গ নেই। সুস্থ আছেন। পরীক্ষার ফল আসার পর থেকে বাসায় আইসোলেশনে আছেন।
পরে পরীক্ষার জন্য স্ত্রী ও দুই মেয়ের নমুনা দেয়া হয়েছে বলেও জানান আমিন।