শিশু সাংবাদিক সুজনকে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক :
গত ২রা জুলাই,কুড়িগ্রামের কালীবাড়ি সংলগ্ন দুর্গা মন্দির ভাংচুর ও প্রতিমা নর্দমায় ফেলে দেয়া সংক্রান্ত সংবাদ কয়েকটি দৈনিক ও বেশ কয়েকটি অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশ করার পর ,অভিযুক্ত ব্যবসায়ী আমজাদ হোসেন’র ছেলে আকিব(২২) তার বন্ধু বাধন(২১) ও আরো ৩জন সহ মোট পাঁচজন শিশু সাংবাদিক সুজন মোহন্তকে গত ১৯ জুলাই রাতে মন্দির থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ছুড়ির ভয় দেখিয়ে ৫জন মিলে সুজনকে মুখ চেপে ধরে ইট দিয়েমাথায় আঘাত করে ও লাঠি সোঠা নিয়ে মারধর করে, পরে ব্লেড দিয়ে সুজন এর গলা কাটার চেষ্টা করলে সুজন এর চিৎকারে এলাকার লোক জড়ো হলে, আকিবসহ তার বন্ধুরা পালিয়ে যায় । পরে আহত সুজন মোহন্তকে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সুজন হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটে কালীবাড়ি সংলগ্ন নছর উদ্দিন মার্কেট এর পিছনে । ঘটনার সময় সুজনের মোবাইল ফোন ও গলার চেইন নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা । সুজনের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ও অভিযুক্তদের চাপের মুখে মামলা করতে রাজি হয়নি । পরে জেলা প্রেসক্লাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে থানায় যোগাযোগ করা হলে, মন্তব্য করতে কেউ রাজী হয়নি । অভিযুক্ত আকিব এর পিতা আমজাদ হোসেন জানান,ঘটনাটি খুবই অপ্রিতিকর ,এজন্য
আমি লজ্জিত ও ক্ষমা প্রার্থী । আমি সুজন এর পরিবারকে চিকিৎসার খরচ দিতে চাইলে তারা নিতে রাজি হয়নি । সুজন এর মা কুকিলা রানী বলেন, আমার ছেলে সমাজের বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত,কিন্তু তাকে এভাবে মারার চেষ্টা হয়েছে আমি এর বিচার চাই। উল্লেখ্য সুজন মোহন্ত বিডিনিউজ২৪ ডট কম, কুড়িগ্রাম লাইভ, দিগন্ত টিভির দুরন্ত খবর, দুরন্তবিডি ২৪.কম মাসিক হাতেখড়ি মাসিক বিভাস সহ কয়েকটি মিডিয়াতে শিশুদের অধিকার আদায়ে কাজ করছে । এছাড়াও সামাজিকভাবে রেডক্রিসেন্ট,ছাত্র ইউনিয়ন,জাগো
হিন্দু পরিষদ, রেল নৌ যোগাযোগ গন আন্দোলনসহ কয়েকটি সামাজিক সংগঠনের সাথে যুক্ত ।