যুক্তরাষ্ট্রে একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড
দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রে গত একদিনে ৬৭ হাজার ৬৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড । স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এমনটি জানিয়েছে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলীয় অংশে করোনার প্রকোপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৬ লাখ ১৬ হাজার ৭৪৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১৪০ জন।