ঈদের ছুটিতে চার জেলায় যাতায়াত বন্ধে চিঠি
দুরন্ত ডেস্ক: আসন্ন ঈদুল আজহার ছুটিতে চার জেলায় যাতায়াত বন্ধ রাখতে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এই চিঠি দেওয়া হয়। এই চার জেলা হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম।
চিঠিতে বলা হয়, কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভার সুপারিশে করোনা ভাইরাসের বিস্তার রোধে ঈদুল আজহার ছুটিতে ওই চার জেলা থেকে অন্য জেলায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ জুলাই বা ১ আগস্ট কোরবানির ঈদ হতে পারে বাংলাদেশে।