Main SliderSecondary Sliderবিশ্বস্বাস্থ্য

করোনা: বিশ্বে মৃত্যু ছাড়ালো ৬ লাখ

দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা ৬ লাখ ১ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪২ লাখের বেশি মানুষ। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্বে মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৩৭ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ১ লাখ ৪০ হাজার ১০৫ জন। এর পরেই অবস্থানরত ব্রাজিলে আক্রান্ত ২১ লাখের কাছাকাছি, মৃত্যু ৭৮ হাজার ৭৭২ জন।
মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৪৫ হাজার ৩৫৮ জন। তবে বিশ্বে আক্রান্তের সংখ্যায় তৃতীয়তে রয়েছে ভারত। দেশটিতে আক্রান্ত ১০ লাখ ছাড়িয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত একদিনে বিশ্বে রেকর্ড প্রায় ২ লাখ ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।