অভ্র’র ডট ওআরজি
বিনোদন প্রতিবেদক: শাহাদাত হোসেন অভ্র। পত্রিকায় লেখালেখির মাধ্যমে শুরু, তারপর টেলিভিশন এবং রেডিওতে কাজ করেছেন অনেকটা সময়।
এবিসি রেডিওর জনপ্রিয় নাটক কুয়াশা’র মূল পর্বের স্ক্রিপ্ট রাইটার হিসেবে সুনাম কুড়িয়েছেন অভ্র। ইতোমধ্যে গণমাধ্যমে কাজ করে চার বার অর্জন করেছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। সম্প্রতি রেডিও ধ্বনিতে শুরু করছেন নতুন শো ডট ওআরজি।
আরজে শান্তর প্রযোজনা ও অভ্রর উপস্থাপনায় প্রতি সোমবার বিকেল ৫ টায় রেডিও ধ্বনিতে শুনা যাবে বিভিন্ন সংগঠন নিয়েই সাজানো ডট ওআরজি।
অভ্র জানায়, আরও নতুন কিছু শো আসছে খুব শীঘ্রই।
তিনি বলেন, রেডিও আমার ভালবাসার জায়গা তাই রেডিওর কাজটা করবো বলে ঠিক করা। চেষ্টা করছি শ্রোতাদের ভালো কিছু উপহার দিতে।