বিদেশি শক্তিকে রুখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যের আহ্বান উপদেষ্টা নাহিদের

বিদেশি শক্তিকে রুখে দিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (২৬ আগস্ট) রাজধানীর পলাশীতে মহা জন্মাষ্টমী তিথি উপলক্ষে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশকে স্থিতিশীল রাখতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই উল্লেখ করে নাহিদ বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার করা হয়। এই জনগোষ্ঠী অনিরাপদ থাকলে পুরো বাংলাদেশ অনিরাপদ থাকবে। তাই নতুন বাংলাদেশ গড়তে সব জনগোষ্ঠীর সমান মর্যাদা নিশ্চিত করতে চাই।

দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে বাইরের দেশের শক্তিকে রুখে দিতে হবে।
এ সময় বাংলাদেশ থেকে সব ধরনের বৈষম্য ও নিপীড়ন দূর করার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ।

Spread the love