আল্লামা সাঈদীকে নিয়ে ছেলে মাসুদ সাঈদীর আবেগঘন পোস্ট

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার ছেলে মাসুদ সাঈদী।
রোববার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে পারিবারিক কবরস্থানের একটি ছবি সংযুক্ত করে তিনি ওই স্ট্যাটাস দেন।

পোস্টে মাসুদ সাঈদী লেখেন, ‘বাবা ও বাবা! তোমায় ভেবে ভেবে কষ্টে ফেটে যায় বুক/অপলক চেয়ে চেয়ে লোনা জলে ভরে যায় চোখ/বিরহের কষ্ট বড় কষ্ট, এত দিন পরে বুঝেছি আমি/তুমি ছাড়া এ হৃদয় শূন্য মরুভূমি।’

এর আগেও মাসুদ সাঈদী বাবাকে নিয়ে আবেগঘন কথা বলেছেন। জামায়াতে ইসলামীর মাধ্যমে বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর খুনের বদলা নেবেন বলে মন্তব্য করেছেন তিনি।

গত ১৭ আগস্ট আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের আল্লামা সাঈদী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘আল্লামা সাঈদীর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

Spread the love