৫ সেপ্টেম্বর থেকে পোশাক কারখানা খোলা
আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) থেকে সব পোশাক কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। কারখানা খোলা রাখার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা দেবে বলেও জানায় সংস্থাটি।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এসব কথা বলেন।
এর আগে পোশাকখাতে বিরাজমান শ্রম পরিস্থিতি নিরাপত্তার সহায়তা চেয়ে এনএসআই, শিল্প পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সভা করে বিজিএমইএ। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পোশাক কারখানার নিরাপত্তার সহায়তা দেবে বলে আশ্বস্ত করেন।