বিজ্ঞান প্রযুক্তি মেলা ও আমাদের সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানীরা
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এক্ষেত্রে ক্ষুদে বিজ্ঞানীদের আগ্রহটাই যেন একটু বেশি মাত্রায় থাকে। আমাদেরকে ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবকদের এই স্বপ্নকে বাস্তবায়ন করার সুযোগ করে দিতে হবে। রাষ্ট্রীয় বা সামাজিক পর্যায়ে কিভাবে তারা শেষপর্যন্ত বিজ্ঞানী বা উদ্ভাবক হিসেবে নিজেকে নির্মাণ করতে পারে তা একটা ছক থাকা দরকার। এই ছক থাকলে যেটা হবে স্বপ্নগুলো বৃথা যাবে না। শিশুকিশোরদেও তীব্র আগ্রহ দেখলে বোঝা যায় , তারা কিছু একটা করতে চায়। নতুন কিছু। এই নতুন কিছু করার জন্য সর্বাত্মক সহযোগিতাও প্রয়োজন আছে বৈকি । সভ্যতা ও সমৃদ্ধি মানুষের অবিস্মরণীয় সাফল্য যার প্রধান অংশ বিজ্ঞান। সীমাহীন বাধাবিপওি অতিক্রম করে আপন প্রতিভা বিকাশের সাধনায় প্রকৃতিকে জয় করার কৌশল যেদিন আয়ত্ত করেছে, সেদিন থেকেই বিজ্ঞানের জয়যাত্রা। যুগান্তকারী পরিবর্তনে বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব মানব কল্যাণে অপরিসীম। অজানাকে জানার অশেষ সাধনার ফল বিজ্ঞান যার অর্থ বিশেষ জ্ঞান। কেবল গতিশীল সময়ের প্রয়োজনে বিজ্ঞান নয়, জাতীয় শিল্পোন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এর গুরুত্ব ব্যাপক। বিজ্ঞানের অগ্রগতির ধারক আমাদের দেশের বিজ্ঞান গবেষণার প্রাণকেন্দ্র বিসিএসআইআর। যা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ হিসেবে খ্যাত। বিসিএসআইআর প্রাচীন মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণাগার হিসেবে গবেষণা ও উন্নয়ন কর্মকা-ে ভূমিকা রেখে চলেছে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও বিজ্ঞানের মান্নোয়নে তরুণ বিজ্ঞানীদের খোঁজ ও উৎসাহ দিতে বিসিএসআইআর বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। প্রতিটি বিভাগীয় গবেষণাগার এ মেলার আয়োজন করে থাকে। বিজ্ঞান ও প্রযুক্তির এ প্রদর্শনী সংস্কারমুক্ত সৃষ্টি বয়ে আনে। জাতীয় জীবনে বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা মেলার আয়োজনকে শুধু সৃষ্টিশীল নয় এ প্রজন্মের গবেষকদের তুলে নিয়ে আসে। মন ও মেধা অনুসন্ধানী হওয়ার সঙ্গে নতুনদের মনের সুপ্ত প্রতিভা জাগরণে বিজ্ঞান প্রদর্শনী সাফল্যময় দিক। দেশের তরুণ সমাজকে বিজ্ঞানমুখী করা, তাদের উৎসাহ বৃদ্ধি করে মেধার যথার্থ স্বীকৃতি দিয়ে নতুন নতুন আবিষ্কারে উদ্বুদ্ধ করাই বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্দেশ্য। অনুসন্ধানরত তরুণ সম্প্রদায় নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে বিচিত্র আবিষ্কার করে থাকেন। বিজ্ঞান মেলার মাধ্যমে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের সামনে উপস্থাপন করার সুযোগ পেয়ে থাকেন। ফলে নতুন প্রজন্মের মনে আগ্রহ ও উদ্ভাবনী চিন্তাশক্তি বৃদ্ধি পায়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা তাদের বিজ্ঞান প্রকল্পগুলোর লক্ষ্য, উদ্দেশ্য, কলা-কৌশল, উপযোগিতা ও প্রয়োগসহ নানা বিষয়ে দর্শনার্থীদের ধারণা দিয়ে থাকেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন কিশোর, তরুণ সম্প্রদায়কে বিজ্ঞান ও প্রযুক্তিমূলক কাজে আগ্রহী, সব ক্ষেত্রে বিজ্ঞানের সাক্ষরতা সৃষ্টিসহ বিজ্ঞান সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে সাফল্যময় ভূমিকা রেখে চলেছে। জাতীয় ভিত্তিতে বিজ্ঞানের জয়যাত্রায় প্রদর্শনী সুফল বয়ে আনছে।