এ টি এম আজহারের রায় পর্যবেক্ষণে প্রধান বিচারপতি
রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলো না মেনে ‘গ্রস মিসক্যারেজ অব জাস্টিস’ হয়েছে।
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (২৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে বলেন, এই মামলায় ফৌজদারি আইনের মৌলিক নীতিগুলো না মেনে ‘গ্রস মিসক্যারেজ অব জাস্টিস’ হয়েছে। আপিল বিভাগের পূর্ববর্তী জাজমেন্টে ফৌজদারি মামলায় সাক্ষ্য প্রমাণের যথাযথ স্ট্যান্ডার্ড মানতে ব্যর্থ হয়েছে। তাই এই মামলার দণ্ড ও রায় বহাল থাকতে পারে না।
জানা গেছে, আজকের আদেশের সার্টিফিাইড কপি কারাগারে পৌঁছালে এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাবেন।