শিশুদের খবর প্রকাশে সংবেদন ও দায়িত্বহীনতা প্রকট
সম্প্রতি নিহত এক দম্পতির সন্দেহভাজন কিশোরীকন্যা ঐশী রহমানকে নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে গণমাধ্যমের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগের প্রেক্ষাপটে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান থেকে এই মতের পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন দুজন মনোরোগ বিশেষজ্ঞ।
‘সংবাদে ঐশী: পুলিশ ও গণমাধ্যমের আচরণ’ শীর্ষক এই আলোচনায় শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকারও সমালোচনা করেন আলোচকরা।
রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক বলেন, “গণমাধ্যমগুলোতে সবার আগে সংবাদ প্রচারের প্রতিযোগিতা থেকেই খুনের ঘটনায় ঐশীর সম্পৃক্তা নিয়ে রগরগে সংবাদ প্রচার করা হয়েছে।”
শিশুদের নিয়ে সংবাদ সংগ্রহ ও তার প্রকাশ নিয়ে সংবাদকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর জোর দেন তিনি।
পুলিশের সমালোচনা করে এই মনোরোগ বিশেষজ্ঞ বলেন, “খুন করার কথা স্বীকার করলেও কেন রিমান্ডে নিতে হবে।”