লাইফ স্টাইল বিচিত্র ছয় ছাতা আগস্ট ১, ২০১৭ দুরন্ত খবর দুরন্ত ডেস্ক: বর্ষার আকাশ সারা দিন থাকে মেঘের দখলে। এই সুযোগে চলো, ‘অচেনা’ কয়েকটা ছাতার সঙ্গে পরিচিত হওয়া যাক। বিশ্বের বিভিন্ন দেশে এ রকম অদ্ভুত ছাতার ব্যবহার প্রচলিত আছে। ছাতার লাঠির মধ্যেই আছে এলইডি লাইট। অন্ধকারে এই ছাতা আলো দেবে। রাতের বেলা পথ চলতে গেলে আর হাতে টর্চ ধরতে হবে না। আমব্রেলা নয়, এর নাম নাব্রেলা। হাতে ধরে রাখার ঝামেলা নেই। এমনকি ছাতা মাথায় দিব্যি সাইকেলও চালানো যায়। ২০০২ সালে এই ছাতা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যালান কফম্যান। হঠাৎ দেখে ভাবতে পারো, ঝোড়ো হাওয়ায় ছাতাটা বুঝি উল্টে গেছে। তা কিন্তু নয়। এই ছাতা বানানো হয়েছে আদরের পোষা বিড়াল বা কুকুরের জন্য। এটা কি ছাতা, নাকি টুপি? উত্তর হলো—দুটোই! এই ছাপি (ছাতা+টুপি) কিন্তু ভাঁজ করে ব্যাগেও রাখা যায়। হাতে ধরে রাখার ঝামেলা নেই, আবার বৃষ্টিতে ভেজার ভয়ও নেই! মজার না? ‘মেঘ ছাতা’ (ক্লাউড আমব্রেলা) এর নাম। তৈরি করেছেন নেদারল্যান্ডসের ডিজাইনার জুনসি কিম। বন্ধ অবস্থায় ছাতাটা দেখতে স্রেফ একটা লাঠির মতো। এর নাম সামুরাই ছাতা! ছাতার হাতলটা দেখতে অনেকটা প্রাচীন জাপানের যোদ্ধা সামুরাইদের তলোয়ারের মতো। আবার তলোয়ারের মতো এই ছাতা কাঁধে ঝুলিয়েও রাখা যায়।সূত্র: মেন্টাল ফ্লস Share this:Tweet Click to print (Opens in new window) Print Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp Like this:Like Loading...
ছাতার লাঠির মধ্যেই আছে এলইডি লাইট। অন্ধকারে এই ছাতা আলো দেবে। রাতের বেলা পথ চলতে গেলে আর হাতে টর্চ ধরতে হবে না। আমব্রেলা নয়, এর নাম নাব্রেলা। হাতে ধরে রাখার ঝামেলা নেই। এমনকি ছাতা মাথায় দিব্যি সাইকেলও চালানো যায়। ২০০২ সালে এই ছাতা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের অ্যালান কফম্যান। হঠাৎ দেখে ভাবতে পারো, ঝোড়ো হাওয়ায় ছাতাটা বুঝি উল্টে গেছে। তা কিন্তু নয়। এই ছাতা বানানো হয়েছে আদরের পোষা বিড়াল বা কুকুরের জন্য। এটা কি ছাতা, নাকি টুপি? উত্তর হলো—দুটোই! এই ছাপি (ছাতা+টুপি) কিন্তু ভাঁজ করে ব্যাগেও রাখা যায়। হাতে ধরে রাখার ঝামেলা নেই, আবার বৃষ্টিতে ভেজার ভয়ও নেই! মজার না? ‘মেঘ ছাতা’ (ক্লাউড আমব্রেলা) এর নাম। তৈরি করেছেন নেদারল্যান্ডসের ডিজাইনার জুনসি কিম। বন্ধ অবস্থায় ছাতাটা দেখতে স্রেফ একটা লাঠির মতো। এর নাম সামুরাই ছাতা! ছাতার হাতলটা দেখতে অনেকটা প্রাচীন জাপানের যোদ্ধা সামুরাইদের তলোয়ারের মতো। আবার তলোয়ারের মতো এই ছাতা কাঁধে ঝুলিয়েও রাখা যায়।সূত্র: মেন্টাল ফ্লস