চুয়াডাঙ্গায় শিশুধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার
প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ১০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান জানান, উপজেলার কুড়ালগাছি গ্রামের একটি মুরগির খামারে সোমবার সকালে শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – মুরগির খামারের মালিক মোহাম্মদ মন্টু ও আমির হোসেন।
ওসি ফকরুল মামলার বরাতে বলেন, সোমবার সকালে মিন্টুর মুরগির খামারে নিয়ে বাক-প্রতিবন্ধী ওই শিশুকে আমির হোসেন ধর্ষণ করেন। আর এতে সহযোগিতা করেন খামার মালিক মিন্টু।
“পরে এলাকাবাসী টের পেয়ে শিশুটিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। বিকেলে এ ঘটনায় দামুড়হুদা থানায় দুইজনের বিরুদ্ধে নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর বাবা।”
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে বলে জানান ওসি ফকরুল।
তিনি বলেন, ধর্ষণের পর আমির হোসেন সদাবরি গ্রামে তার নানার বাড়ি গিয়ে আত্মগোপন করেছিলেন। সেখান থেকে তাকে রাত ৮টার দিকে এবং পরে কুড়ালগাছি গ্রামের বাড়ি থেকে মোহাম্মদ মন্টুকে গ্রেপ্তার করা হয়।