নেত্রকোণায় দুই মাথার কন্যা শিশুর জন্ম
প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে দুই মাথার একটি কন্যা শিশু জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শনিবার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া ওই শিশুটির ওজন সাড়ে তিন কেজি। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মৌরী বসাক জানান, নেত্রকোণা সদর উপজেলার পারলা এলাকার বাসিন্দা হারুন মিয়ার স্ত্রী লাকী আক্তার গর্ভবর্তী হলে মোহনগঞ্জের সমাজ-সহিলদেও ইউনিয়নের পাইলাটি গ্রামের পিত্রালয়ে আসেন। শনিবার প্রসব ব্যাথা হলে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে দুপুরের দিকে সুষ্ঠুভাবে প্রসব সম্পন্ন করা হয়।
তিনি আরো জানান, মৃত বাচ্চা প্রসব হলেও মা লাকী আক্তার সুস্থ আছেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।