নেশায় জড়িয়ে পড়ছে পথ শিশুরা
সুবিধা বঞ্চিত পথশিশুরা গুল, গাঁজা, বিড়ি, সিগারেট, জুতার কালি ও আঠা জাতীয় দ্রব্য দিয়ে তৈরি ভয়ানক নেশায় জড়িয়ে পড়ছে।
এই ভয়ংকর পথ থেকে শিশুদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছেন সংশ্লিষ্টরা।
শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সোস্যাল অ্যান্ড ইকনোমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহরে আশা এই সব পথশিশু ময়লা ও আবর্জনা সংগ্রহ করা, বাদাম বিক্রি, কুলিগিরি, সিগারেট বিক্রি, হোটেলে পানি দেওয়া, হোটেল বয় হিসেবে কাজ করা , ভিক্ষা, পরিবহন সম্পর্কিত কাজ, গৃহস্থালীর কাজ, ভাসমান যৌনকর্মী, মাদক বিক্রেতা, মাদক গ্রহণ করা, চুরি ও পকেট কাটার মত ভয়াবহ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।
এসকল পথ শিশু রাস্তার পার্শ্ববর্তী খাবারের দোকান অথবা ভ্রাম্যমান খাবারের দোকান থেকে খাবার কিনে খায় এবং বেশির ভাগ শিশুরা অপুষ্টিতে ভোগে। তারা নানারকম জটিল রোগে আক্রান্ত হয়। দেশের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিত্ওে এই সব পথ শিশু ব্যবহৃত হয়ে আসছে।
গবেষণায় বলা হয়েছে ২০২৪ সাল নাগাদ বাংলাদেশে পথশিশুর সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় ১৬ লাখে।
সরকারের শিশু সুরক্ষা নীতি সত্বেও শিশুরা অবহেলিত থাকছে। করছে মানবেতর জীবন যাপন।
সুবিধা বঞ্চিত সকল শিশুর উন্নয়নে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তাহমিনা জেসমিন, রফিকুল বারী, এহসানুল হক ও মনিরুজ্জামান প্রমুখ।