Mostafizur Rahman, Author at Duranta Khobor https://durantakhobor.net/news/author/mostafiz Welcome To Bangaldeshi Largest News Network Wed, 13 Nov 2024 11:12:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 Mostafizur Rahman, Author at Duranta Khobor https://durantakhobor.net/news/author/mostafiz 32 32 167021010 ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ ঝড় বইছে কেন? https://durantakhobor.net/news/5076?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25ac%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a6%259c%25e0%25a7%2581%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%2589%25e0%25a6%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25bf%25e0%25a6%25a6 Wed, 13 Nov 2024 11:12:36 +0000 https://durantakhobor.net/?p=5076 মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে আলোচনার শিরোনাম হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে নির্বাচনে অংশ

The post ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ ঝড় বইছে কেন? appeared first on Duranta Khobor.

]]>
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) থেকে আলোচনার শিরোনাম হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে নির্বাচনে অংশ নেওয়া শিক্ষককে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) পরিচালক নিয়োগে সুপারিশ প্রদানের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদ ইসলামের সুপারিশসহ সই করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছেন।

জবির এক শিক্ষার্থীকে বলতে শোনা যায়- ‘কোনো নাহিদ ভাই মানি না। ’ শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন। এ সময় নাহিদ সেখানে উপস্থিত হয়ে আন্দোলনরতদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কয়েকজনের সঙ্গে তিনি খুব শান্তশিষ্টভাবে কথাও বলেন।

যদিও সেই স্লোগান নিয়ে পরে আন্দোলনকারী এক শিক্ষার্থী ফেসবুকে ভিডিও বার্তায় বলেন, এই স্লোগান জবির পূর্ববর্তী প্রশাসনকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল। সেখান থেকে স্লোগান ধার করে এদিন দেওয়া হয়েছে। আর এটিকেই ভিডিওর সঙ্গে কাটছাঁট করে নাহিদ ইসলামের বিরুদ্ধে ছাত্রদের স্লোগান বলে অপপ্রচার চালাচ্ছে পরাজিত শক্তি।

পরবর্তীতে এনআইবি পরিচালক নিয়োগের বিষয়ে নাহিদকে নিয়ে অপপ্রচার করা হয়েছে বলে শোনা যায়।

এসবের প্রতিবাদে ‘আমরাই নাহিদ’ ট্রেন্ড শুরু হয় ফেসবুকে। নাহিদের পাশে দাঁড়িয়েছেন তার সহযোদ্ধা, অ্যাক্টিভিস্টসহ নেটাগরিকরা।অনেকে মনে করছেন, একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাহিদকে নিয়ে অপপ্রচারে নেমেছেন। পতিত গোষ্ঠীর লোকজন সুযোগ সদ্ব্যবহার করতে চাইছে। জনগণ যখন অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে, তখন শেখ হাসিনার দোসররা এমন হীন কাজ করার চেষ্টা করছে।

বিষয় দুটি নিয়ে নাহিদকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন জুলাই-আগস্ট অভ্যুত্থান প্রত্যক্ষ-পরোক্ষভাবে সমর্থনকারীরাও। যে কারণে অন্তর্বর্তী সরকারের তথ্যপ্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচারের জবাবে ফেসবুক জুড়ে লাল ছবিতে হ্যাশট্যাগ উই আর নাহিদ ট্রেন্ড শুরু হয়ে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন দলের নেতাকর্মীসহ অনেক ফেসবুক ব্যবহারকারী ও শুভানুধ্যায়ীরা নাহিদের পাশে দাঁড়ান।

তা ছাড়া মঙ্গলবার রাতে ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে পোস্ট করে নিজের অবস্থান জানিয়েছেন নাহিদ ইসলামও। তিনি লেখেন-  ‘১৫ অক্টোবরের নিয়োগ ২২ অক্টোবরই বাতিল করা হয়েছিল। সুপারিশকৃত গোপন নথির ছবি যারা পেয়ে যায় তাদের কাছে বাতিলকৃত প্রকাশ্য নোটিশটি অজানা থাকার কথা না। তারপরও যেকোনো মূল্যে অসত্য প্রচার করে বিতর্কিত করাটা এই সময়ের রাজনীতি।

মূলত আওয়ামী বিরোধী ও আন্দোলনের পক্ষের একটি গ্রুপ এই ব্যক্তির সুপারিশ করেছিল। পরবর্তীতে বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা উনার একাডেমিক এক্সেলেন্সি দেখে এনআইবি পদে নিয়োগ দেন। কিন্তু ঐ ব্যক্তির রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড জানার পরে সঙ্গে সঙ্গেই উনার নিয়োগ বাতিল করা হয়। গত মাসের ঘটনা। বাতিল করার ঘোষণাটিও সকলে অবগত আছেন।

নাহিদকে সমর্থন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম লিখেছেন, ‘আমরা জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছিলাম। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ যেহেতু ফ্রন্টলাইনে ছিল ফ্যাসিস্টের প্রথম টার্গেটও তারাই এবং এখনো আছে। তাদের নিবেদিত লড়াই— নিশ্চিত কাঠগড়া কিংবা মৃত্যু জেনেও আপোষহীন রাজপথ আমাদের চূড়ান্ত বিজয় অর্জন ত্বরান্বিত করেছে। মানুষ সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় না। কিন্তু ব্যক্তিগতভাবে ছাত্র নেতৃত্ব এমন কোনো সিদ্ধান্ত নেয়নি যেটার জন্য হেনস্তার শিকার হতে হবে। আমরা চাই— রাষ্ট্রের ইতিবাচক সংস্কার ও নতুন রাজনৈতিক মীমাংসা। ছাত্র নেতৃত্ব আস্থা হারানোর মতো কোনো সিদ্ধান্তও নেয়নি। ’

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন সারজিস। লেখেন- ‘নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। DGFI, DB’র পাশবিক অত্যাচার, কোনো কিছুই এদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিল ‘we are open to be killed’.

মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়ে ছিল সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান-অভিমান থাকতে পারে সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার অমাদের ঐক্যকে শক্তিশালী করবে এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে।

কিন্তু এজেন্ট হিসেবে ভিতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝড়িয়ে, রক্ত ঝড়িয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসাথে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান!’

সকালে সালমান মুক্তাদির ‘#WeAreNahid’ হ্যাশট্যাগ দিয়ে তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সব শেয়ার করতে পারছো, প্রশ্ন করতে পারছো। এইটা ভুলে যাইয়ো না। লাইফে কোনও দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না। অভিযোগ করো, অবশ্যই করবা। কেন করবা না। কিন্তু তুমি এই রেভ্যুলুশনকে কোনও দিন ইগনোর করতে পারবা না। অস্বীকার করতে পারবা না। ইন অল অনেস্টি। আমি নাহিদকে চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি আমি অথবা আমরা কয়েকশ মানুষ আজকে বেঁচে আছি ওদের মত মানুষের সেক্রিফাইজের জন্য। উইথ আউট দেম, হাফ অব আস উড হেব বিন ভ্যানিশড বাই নাউ। এইটাও অস্বীকার করার কোনও স্কোপ নাই। ’

কন্টেন্ট ক্রিয়েটর কাফি লিখেছেন, ডিবি অফিসে পিছন সাইট লাল নাহিদ ভাইয়েরই হয়েছিল। ডিবি হারুনের বানানো স্ক্রিপ্ট প্যান্ট পরেও পড়তে পারেনি সে। লুঙ্গি পরে পেপার হাঁটুর উপরে রেখে বানানো স্ক্রিপ্ট পড়েছিল নাহিদ ইসলাম।

ছাত্র আন্দোলনে অ্যাক্টিভিস্ট আশরেফা খাতুন তার ফেসবুক পোস্টে লিখেছেন, বড় ভাই নাহিদ ইসলামকে ভরসা করি। ভাইয়ের ভুলত্রুটির সমালোচনা আমরাই করবো, কিন্তু ষড়যন্ত্র করতে দেব না কাউকে। আমি যদি এই আন্দোলনে কাউকে সামনে থেকে দেখে সাহস পেয়ে থাকি সেটা নাহিদ ভাই। পূর্ণ আস্থা রাখছি উনার উপর।

The post ফেসবুকজুড়ে ‘উই আর নাহিদ’ ঝড় বইছে কেন? appeared first on Duranta Khobor.

]]>
5076
শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ https://durantakhobor.net/news/5072?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25aa%25e0%25a6%25a5-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%2595-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a1%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc Sun, 10 Nov 2024 12:16:57 +0000 https://durantakhobor.net/?p=5072 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিতে ডাক পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার

The post শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ appeared first on Duranta Khobor.

]]>
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে শপথ নিতে ডাক পেয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

রোববার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে জানা গেছে।

সেখ বশির উদ্দিন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ–বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সেখ আকিজ উদ্দিনের সন্তান।

মোস্তফা সরয়ার ফারুকী খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। কয়েক দশক ধরে তিনি চলচ্চিত্র, নাটক নির্মাণ করে পরিচিত মুখ হয়ে উঠেছেন।

এদিকে নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সময় অতিরিক্ত গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়।

এর আগে আজ দুপুরে অন্তর্বর্তী সরকারে দুজন নতুন উপদেষ্টা এবং একজন সহ-উপদেষ্টার যুক্ত হওয়ার খবর জানা যায়।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।

The post শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ appeared first on Duranta Khobor.

]]>
5072
গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার https://durantakhobor.net/news/5068?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%259a%25e0%25a7%2587%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%2595 Mon, 04 Nov 2024 08:43:47 +0000 https://durantakhobor.net/?p=5068 বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার মধ্যরাতে তাকে গুলশানের থেকে গ্রেফতার

The post গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার appeared first on Duranta Khobor.

]]>
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার মধ্যরাতে তাকে গুলশানের থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো: তালেবুর রহমান।

তিনি জানিয়েছেন, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সোমবার দুপুরের পর তাকে আদালতে তোলার কথা রয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

The post গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসাইন তাপস গ্রেফতার appeared first on Duranta Khobor.

]]>
5068
হজের খরচ কমলো এক লাখ টাকা https://durantakhobor.net/news/5065?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b9%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a6%25b0%25e0%25a6%259a-%25e0%25a6%2595%25e0%25a6%25ae%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2596-%25e0%25a6%259f%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be Wed, 30 Oct 2024 10:20:31 +0000 https://durantakhobor.net/?p=5065 হজের খরচ এক লাখ টাকা কমিয়ে ২০২৫ সালের সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায়

The post হজের খরচ কমলো এক লাখ টাকা appeared first on Duranta Khobor.

]]>
হজের খরচ এক লাখ টাকা কমিয়ে ২০২৫ সালের সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

গতবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না।

এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। ২০২৫ সালের হজে বাংলাদেশ ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটা পেয়েছে। আগামী ১৩ জানুয়ারি সৌদি সরকারের সঙ্গে হজ চুক্তি সম্পন্ন হবে।

The post হজের খরচ কমলো এক লাখ টাকা appeared first on Duranta Khobor.

]]>
5065
প্রেমিকার কারণেই অপরাধী মেধাবি অনিক, সিআইডির জালে বন্দি https://durantakhobor.net/news/5056?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a3%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%2585%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a7%25e0%25a7%2580 Mon, 28 Oct 2024 13:34:35 +0000 https://durantakhobor.net/?p=5056 ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে বহু তরুণীকে সর্বস্বান্ত করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফজলে হাসান অনিক।

The post প্রেমিকার কারণেই অপরাধী মেধাবি অনিক, সিআইডির জালে বন্দি appeared first on Duranta Khobor.

]]>
ফেসবুক আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে বহু তরুণীকে সর্বস্বান্ত করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ফজলে হাসান অনিক। হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। আর প্রেমিকার খরচ চালাতেই তিনি এই পথ বেছে নেন বলে জানা গেছে।

ভুক্তভোগী কয়েক নারীর অভিযোগে রাজধানীর উত্তরা থেকে এই প্রতারককে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নাটোরের বড়াইগ্রামে বেড়ে উঠা অনিক এসএসসি ও এইচএসসিতে পেয়েছিলেন এ প্লাস। ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। পরে আরেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রেমে পড়ে প্রেমিকার পকেট খরচ চালাতে বেছে নেন হ্যাকিং।

ফেসবুকে বিভিন্ন লিংক পাঠিয়ে আইডি হ্যাক করে ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল শুরু করেন অনিক। দুই বছরে প্রায় ৫০টি ফেসবুক আইডি হ্যাক করে ১৫ ভুক্তভোগীকে হয়রানি করে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। যার টার্গেটই ছিল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

এমন অপরাধের দায়ে ভুক্তভোগী কয়েকজন নারীর অভিযোগের ভিত্তিতে রাজধানীর উত্তরা থেকে সিআইডির জালে ধরা পড়ে এ হ্যাকার।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি এস এন মো. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, হ্যাকার ভুক্তভোগী থেকে বিকাশ-নগদে টাকা না নিয়ে বিভিন্ন শপিং করে ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন।

সংবাদ সম্মেলনে সিআইডির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় সংবেদনশীল ছবি-ভিডিও না দেওয়ার অনুরোধ এবং আন ওয়ান্টেড লিংকে ক্লিক না করার আহ্বান জানানো হয়।

The post প্রেমিকার কারণেই অপরাধী মেধাবি অনিক, সিআইডির জালে বন্দি appeared first on Duranta Khobor.

]]>
5056
বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস https://durantakhobor.net/news/5059?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%258f%25e0%25a6%25a8%25e0%25a6%25aa%25e0%25a6%25bf-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a7%2587-%25e0%25a6%25a8 Mon, 28 Oct 2024 10:59:50 +0000 https://durantakhobor.net/?p=5059 জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ সোমবার রাজধানীর রমনায়

The post বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস appeared first on Duranta Khobor.

]]>
জামায়াতে ইসলামীকে সাথে নিয়ে বিএনপি দেশ সাজাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

আজ সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘২০০৬ সালে ২৮ অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার’ প্রতিবাদে মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগবিহীন বাংলাদেশ করতে হবে। কারণ আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে চলতে পারে না।’

তিনি বলেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি, দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে হাসিনাবিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগবিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

তিনি আরো বলেন, আমরা খুশি হই যে তারা চলে গেছে। আসলে খুশি হওয়ার কারণ নেই। তাদের চর-অনুচর রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিত আছে। এদের রেখে আপনি কোনোভাবেই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না।

মির্জা আব্বাস বলেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন থিউরি আওড়ায়ে যাচ্ছে। তা আমাদের মুখ দিয়েই বের করানোর চেষ্টা করছেন। আমরা গিনিপিগ না। নতুন করে যাদের জন্ম হয়েছে, তারা আমাদের শ্রমের মর্ম বুঝবে না। তারা বুঝবে না মাওলানা সাঈদী সাহেব, নিজামী সাহেবরা জীবন দিয়ে গেছেন। বিএনপির শত শত কর্মী জীবন দিয়েছেন। এখনো জেলে আছেন, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে এক শ’র উপরে। তবুও এখন গ্রেফতার হবো না, তাই শান্তি আছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘জামায়াত ইসলামী, বিএনপি ও অন্যান্য দল যদি একসাথে কাজ করতে পারি, তখন দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে আমাদের নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেয়া যাবে না। ৫ আগস্ট ভারত জেনেছে বাংলাদেশের স্বার্থে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠেছে, আমাদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য চলে আসছে।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, যে উদ্দেশ্য নিয়ে গণঅভ্যুত্থান হয়েছে, তা বিভিন্ন কারণে ভাটা পড়ছে। ফ্যাসিবাদকে প্রতিহত করতে জামায়াত ও বিএনপির ঐক্য জোরদার করতে হবে। আর যাতে বাংলাদেশে ১৪ দলীয় জোট রাজনৈতিকভাবে পুনর্বাসন হতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

আব্দুস সালাম আরো বলেন, বিভিন্ন কারণে জামায়াত ও বিএনপির মধ্যে অমিল থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদ ঠেকাতে এক হতে হবে। নির্বাচনের আগে ও পরে দুই দল ঐক্যবদ্ধ হতে হবে।

The post বিএনপি জামায়াতকে সাথে নিয়ে দেশ সাজাবে : মির্জা আব্বাস appeared first on Duranta Khobor.

]]>
5059
ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান https://durantakhobor.net/news/5053?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25a4%25e0%25a7%258b-%25e0%25a6%2586%25e0%25a6%259a%25e0%25a6%25b0%25e0%25a6%25a3-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2 Sun, 27 Oct 2024 14:57:53 +0000 https://durantakhobor.net/?p=5053 নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ যদি এখন ফ্যাসিবাদের মতো আচরণ করেন, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে

The post ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান appeared first on Duranta Khobor.

]]>
নিজের দলসহ অন্য রাজনৈতিক দলের কেউ যদি এখন ফ্যাসিবাদের মতো আচরণ করেন, তাহলে তাঁদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের চেয়েও করুণ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা ও কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিবাদের মতো অনুরূপ আচরণ করি, তাহলে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ ছেড়ে দেবেন না, এ দেশের জনগণও আমাদের ক্ষমা করবেন না।’

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন শফিকুর রহমান। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর শাখা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কিন্তু আমরা ন্যায়বিচারে বিশ্বাসী। ন্যায়বিচার পাওয়া আমাদের অধিকার। সব শহীদ পরিবারকে আহ্বান জানাব, আপনারা অবশ্যই ন্যায়বিচার চাইবেন। জামায়াতে ইসলামী আপনাদের পাশে থেকে আইনের অঙ্গনে লড়াই করবে। ন্যায়বিচার পেলে হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন। আগামী দিনে এ ধরণের স্বৈরশাসক হওয়ার খায়েশ তখন কারও জাগবে না। ওই কারণেই আমরা ন্যায়বিচারটা চাই।’

শফিকুর রহমান আরও বলেন, ‘এরা (আওয়ামী লীগ) যতগুলো মানুষকে খুন করেছে, সব কটির ন্যায়বিচার আদালত থেকে পেতে চাই। আদালতের কাছে আমাদের দাবি স্পষ্ট, আমাদের ওপর যেমনটা জুলুম করা হয়েছে, ওদের ওপর যেন জুলুম করা না হয়। ওদের যেন ন্যায়বিচারের মাধ্যমে তাদের আসল পাওনাটা বুঝিয়ে দেওয়া হয়। তাতে যদি কারও ফাঁসি হয় হবে। কারও আমৃত্যু কারাদণ্ড হলে হবে। তারাই (আওয়ামী লীগ) তো বলত, বিচারবিভাগ স্বাধীন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনিও (আওয়ামী লীগ) তো আইনের ঊর্ধ্বে নন।’

জামায়াতের আমির বলেন, ‘যোগ্যতা অনুসারে প্রতিটি শহীদ পরিবার থেকে কমপক্ষে একজন সদস্যকে সরকারি চাকরি দিয়ে রাষ্ট্রকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যাঁরা লড়াই করেছেন, তাঁদের আগামী দিনে সরকারি চাকরিতে নিয়োগে অগ্রাধিকার দিতে হবে। এঁরা যদি রাষ্ট্রের জন্য দায়িত্ব পালনের সুযোগ পান, ফ্যাসিবাদের সামনে বুক পেতে দিয়ে যেভাবে লড়াই করেছেন একটি রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, সেই নিরন্তর লড়াই করবেন।’ তিনি আরও বলেন, ‘এখনো যাঁরা আহত হয়ে হাসপাতালে উপযুক্ত চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন। প্রধানত সরকারকে তাঁদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী সব দলকে আহ্বান জানাই, আসুন আমরাও তাঁদের পাশে দাঁড়াই।’

২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদের থাবায় যাঁরা শহীদ হয়েছেন, বিদায় নিয়েছেন, তাঁদের সবার ইতিহাস পাঠ্যপুস্তকে তুলে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি বলেন, এই প্রজন্ম এবং আগামী প্রজন্মকে জানতে দিতে হবে ফ্যাসিবাদেরা এই দেশে কী করেছিল। আর ফ্যাসিবাদের বিরুদ্ধে কারা লড়াই করেছিলেন, যুদ্ধ করেছিলেন, তা জানতে দিতে হবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ১২–দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, গণ অধিকার পরিষদের একাংশের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণ অধিকার পরিষদের আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ প্রমুখ বক্তব্য দেন।

মতবিনিময় সভায় শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দিয়েছেন। তাঁরা তাঁদের স্বজনকে হত্যাকারীদের বিচার চেয়েছেন।

The post ফ্যাসিবাদের মতো আচরণ করলে তার পরিণতি হবে আরও করুণ: ডা. শফিকুর রহমান appeared first on Duranta Khobor.

]]>
5053
তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত https://durantakhobor.net/news/5046?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a5-%25e0%25a6%2586%25e0%25a6%2589%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25b2-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25ab%25e0%25a7%2581%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ad%25e0%25a6%25be Sat, 26 Oct 2024 12:59:57 +0000 https://durantakhobor.net/?p=5046 বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক এফ এম মিজানুর

The post তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত appeared first on Duranta Khobor.

]]>
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে তাবিথ আউয়াল ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল সংগঠক এফ এম মিজানুর রহমান পেয়েছেন মোটে ৫ ভোট।

The post তাবিথ আউয়াল বাফুফের সভাপতি নির্বাচিত appeared first on Duranta Khobor.

]]>
5046
আ’লীগের মন্ত্রী-এমপিদের গাড়ি নিলামে https://durantakhobor.net/news/5043?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25ae%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2580-%25e0%25a6%258f%25e0%25a6%25ae%25e0%25a6%25aa%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0 Sat, 26 Oct 2024 12:28:33 +0000 https://durantakhobor.net/?p=5043 আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর সাবেক আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা বিনা শুল্কে বিদেশ থেকে ৫২টি গাড়ি আনেন। সেইসব গাড়ি আর

The post আ’লীগের মন্ত্রী-এমপিদের গাড়ি নিলামে appeared first on Duranta Khobor.

]]>
আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর সাবেক আওয়ামী লীগের এমপি-মন্ত্রীরা বিনা শুল্কে বিদেশ থেকে ৫২টি গাড়ি আনেন। সেইসব গাড়ি আর বন্দর থেকে খালাস নেননি তারা। এসব গাড়ি বন্দরের ইয়ার্ডে পড়ে আছে।

এসব গাড়ির মধ্যে ১৮টির নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য গত বুধবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমসের নিলাম শাখায় নথিপত্র পাঠিয়েছে।

তবে কবে নিলামে উঠানো হবে সে বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ জানাতে পারেনি কাস্টমস।

জানা যায়, চট্টগ্রাম বন্দর, মোংলা ও কমলাপুর আইসিডি দিয়ে সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীরা ৫২টি গাড়ি আমদানি করেন। কিন্তু গত ৫ আগস্টের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত হওয়ায় বিলাসবহুল ৫২টি গাড়ি আটকে দেয় কাস্টমস কর্তৃপক্ষ।

এনবিআরের তথ্যে দেখা গেছে, ৫২টি গাড়ির মধ্যে বেশির ভাগেরই টয়োটা ল্যান্ড ক্রুজার ও ল্যান্ড ক্রুজার প্রাডো, রেঞ্জ রোভার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডবিøউ ব্র্যান্ডের গাড়ি।

আমদানি করা এসব গাড়ির বেশিরভাগই অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুর থেকে আনা হয়েছে। আমদানির পর ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য গাড়িগুলো কাস্টমসের কাছে হস্তান্তর শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

 

The post আ’লীগের মন্ত্রী-এমপিদের গাড়ি নিলামে appeared first on Duranta Khobor.

]]>
5043
‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি https://durantakhobor.net/news/5035?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%2586%25e0%25a6%25ae%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be Sun, 20 Oct 2024 12:16:24 +0000 https://durantakhobor.net/?p=5035 ‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’, গলা ফাটিয়ে এরকম নানা স্লোগান দিচ্ছিলেন

The post ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি appeared first on Duranta Khobor.

]]>
‘সাকিব আল হাসান ভয় নাই, মিরপুর ছাড়ি নাই’, ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’, গলা ফাটিয়ে এরকম নানা স্লোগান দিচ্ছিলেন এক দল লোক। আচমকা বাঁশ, লাঠি নিয়ে তাদের ওপর হামলা করলেন কয়েকজন লোক। আক্রমণের শিকার লোকগুলি দৌড়ে পালাতে লাগলেন স্টেডিয়ামের মূল ফটকের দিকে। কিন্তু সেখানে তাদের ওপর লাঠিচার্জ শুরু করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লোকের চিৎকার, ছুটোছুটি, সেনাবাহিনীর বাঁশির শব্দ মিলিয়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হলো সেখানে।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ১ ও নম্বর ফটকে সামনে রোববার দুপুরে এসব যখন চলছে, স্টেডিয়ামের ভেতরে তখন অনুশীলন করছে সফরকারী দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

মিরপুরে সাকিবের বিদায়ী টেস্ট খেলতে চাওয়া এবং শেষ পর্যন্ত তার দেশে আসতে না পারা নিয়ে পকেষ-বিপক্ষে নানা কর্মসূচি চলছে গত কয়েক দিন ধরেই। টেস্ট শুরুর আগের দিন স্টেডিয়ামমুখী ‘সাকিবিয়ানদের লং মার্চ’ কর্মসূচি ডেকেছিলেন সাকিবের ভক্ত-সমর্থকরা।

মিরপুর স্টেডিয়ামের পাশেপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গত কয়েক দিন থেকেই। রোববারও সকাল থেকে মিরপুর ২ নম্বর মোড় থেকেই অপরপ্রান্তে প্রশিকা মোড় এবং আরেকদিকে ন্যাশনাল বাংলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পর্যন্ত ব্যারিকডে দিয়ে যান চলাচল বন্ধ রেখেছিল পুলিশ। পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক সেনাবাহিনীর উপস্থিতিও ছিল শুক্রবার।

দুপুর ২টা থেকে সাকিব ভক্তদের আনাগোণা দেখা যায় স্টেডিয়ামের সামনে। ‘লং মার্চ’ বলতে যেমন বোঝায়, তেমন বড় সংখ্যক কোনো উপস্থিতি সেখানে ছিল না। শ খানেক সাকিব ভক্তকে দেখা যায় মিছিল করতে, স্লোগান দিতে। অনেকের হাতেই ছিল ব্যানার। তাদের ঘিরে সংবাদকর্মী ছিলেন বিপুল সংখ্যক।

অন্যান্য দিনের মতোই তাদের সবকিছু চলছিল। একটা সময় তাদেরকে মাঠে পাশ থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষ ও উৎসাহী অনেককে আশেপাশের গলিতে পাঠিয়ে দেন তারা। হঠাৎই সাকিবের ভক্তদের হামলায় বদলে যায় পুরো চিত্র।

আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছাকাছি থাকলেও ওই সময়টায় তারা একরকম দর্শকের ভূমিকা পালন করেন। আক্রান্তদের রক্ষা করতে গিয়ে কয়েকজন সংবাদকর্মীও আঘাতের শিকার হন। হামলাকারীরা সাকিব-বিরোধী নানা স্লোগান দিয়ে এক পর্যায়ে একটি গলি দিয়ে বের হয়ে যায়।

সাকিব-ভক্তদের বিপদ আরও বেড়ে যায় আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে। ‘লাঠি কোথায়, লাঠি নিয়ে আয়…’ বলে চিৎকার করতে দেখা যায় কয়েকজনকে। এরপর তারা লাঠি হাতে ছুটে গিয়ে ছত্রভঙ্গ করে দেয় সাকিবের ভক্তদের।

হামলার শিকার বেশ কয়েকজন পরে তাদের ক্ষোভের কথা জানান সংবাদমাধ্যমকে। তাদেরই একজন মাহফুজার দাবি, কোনো উসকানি ছাড়াই তাদের ওপর আক্রমণ করা হয়েছে।

“আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছিলাম। হঠাৎ আমাদেরকে ন্যাক্কারজনকভাবে আমাদের ওপর হামলা হলো। পুলিশ-সেনাবাহিনী এসব দেখেও আমাদের রক্ষায় গিয়ে আসেনি। আপনাদেরকে ধন্যবাদ, কয়েকজন সাংবাদিক আমাকে উদ্ধার করেছেন। তবে আমরা এরকম হামলার তীব্র প্রতিবাদ জানাই। সাকিবের বিরুদ্ধে মিছিল হওয়া নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, এসব সবার সাংবিধানিক অধিকার। আমাদেরও তো সেই অধিকার আছে। আমাদের ওপর হামলা হলো কেন, জবাব চাই।”

হামলাকারীরা চলে যাওয়ার পরও উত্তপ্ত অবস্থা ছিল আরও বেশ কিছুক্ষণ। সাকিবের ভক্তদের যারা তখনও ছিলেন, তাদেরকে এক পাশে সরিয়ে নেওয়ার চেষ্টা করে সেনাবাহিনী। দুটি গাড়ীতে সেনাবাহিনীর আরও সদস্যকে স্টেডিয়ামের সামনে এসে অবস্থান নিতে দেখা যায়।

এসব নিয়ে কথা বলতে রাজি হননি পুলিশ, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কেউই। তবে এক নম্বর ফটকের কাছাকাছ জায়গা থেকে একজনকে আটক করতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সদস্য জানান, দেশ-বিরোধী স্লোগান দেওয়ায় ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের নিরাপত্তা ব্যাহত হতে পারে বলে শঙ্কা থাকায় তাকে আটক করা হয়েছে। পরে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

এসবের মধ্যেই চারটার একটু আগে কঠোর নিরাপত্তায় মাঠ ছেড়ে যায় দক্ষিণ আফ্রিকা দল। বাসের ভেতর থেকে বাইরের নানা কিছু ভিডিও করতে দেখা যায় প্রোটিয়া ক্রিকেটারদের।

বিদায়ী টেস্ট খেলতে সাকিবের দেশে আসতে চাওয়াকে কেন্দ্র করে এসব কর্মসূচি চলছে বেশ কিছুদিন ধরে। মিরপুর টেস্টের স্কোয়াডে সাকিবকে রাখায় তার দেশে ফেরা ঠেকাতে সোচ্চার ছিলেন কিছু লোক। সাকিব-বিরোধী মিছিল, স্লোগান দেওয়া, স্টেডিয়ামের দেয়ালে নানা লেখা ও গ্রাফিতি আঁকাসহ নানা কর্মসূচি পালন করতে দেখা যায় তাদের। পরে কর্মসূচি শুরু করেন সাকিবের ভক্তরাও।

সেসবেরই ধারাবাহিকতা চলছে টেস্ট শুরুর আগেও। বিকেল ৫টার পরও ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা চলছিল মিরপুর স্টেডিয়ামের চারপাশে নানা জায়গায়।

The post ‘তুমি কে আমি কে, সাকিবিয়ান সাকিবিয়ান’ সাকিবের পক্ষে-বিপক্ষে ধাওয়া, মারামারি appeared first on Duranta Khobor.

]]>
5035