আমানসিম সাওতুল কোরআন সিজন ৯, এ ঢাকায় ইয়েস কার্ড পেলো ২০কিশোর ক্বারী ।

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৪, সিজন-৯ এর  ঢাকার অডিশন অনুষ্ঠিত হলো । ১৫ জানুয়ারি ২০২৪  সোমবার, ইসলামীক ফাউন্ডেশন অডিটোরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়ীত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্মন্ন ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ক্বারী হাবিবুর রহমান মিশকাত।

বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষনে শ্রেষ্ঠ ২০ জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ১০জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থানকারী পাবে ১ লাখ টাকা নগদ  পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।

 

Spread the love
%d bloggers like this: