সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে: চিফ হুইপ
দুরন্ত ডেস্ক: চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ধনী ও গরীব পরিবারে শিক্ষার্থীদের মধ্যে ব্যবধান দুর করার জন্য বিনামুল্যে বই বিতরণ করা হচ্ছে।
ঢাকাস্থ বরিশাল বিভাগ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত শেরেবাংলা স্মৃতি বৃত্তি প্রদান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি আজ একথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করেছিল বলেই দেশের ছেলেমেয়েরা সামরিক ও বেসামরিক বিভিন্ন উচ্চতর পদে প্রতিষ্ঠিত হয়েছে।
চিফ হুইপ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যোগ্যতা ও দক্ষতায় অনেক এগিয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দেশ এবং দেশের বাইরে যথেষ্ট সুনাম রয়েছে।
তিনি বলেন, ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হতে হবে। তিনি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সুশিক্ষায় ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনের আহবান জানান। একই সাথে তিনি এই বৃত্তি প্রদান কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
বরিশাল বিভাগ কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসমাইলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ ও বরিশাল ব্ভিাগ কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক মো: শাহ আলম বক্তব্য রাখেন।