ঢাকায় আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস অনুবাদ দিবস উদ্যাপিত
শনিবার ঢাকায় আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস অনুবাদ দিবস উদ্যাপন করেছে ওয়ার্ডপ্রেস ঢাকা কমিউনিটি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে ওয়ার্ডপ্রেস ডেভেলপার ও ব্যবহারকারীরা অংশ নেয়।
অনুষ্ঠানে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ স্বীকৃত আন্তর্জাতিক অনুবাদ দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো বিশ্বের ৭১টি শহরে আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস অনুবাদ দিবস উদ্যাপনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবারই প্রথম বাংলাদেশ থেকে মূল আন্তর্জাতিক ইভেন্টের সেমিনারে বক্তব্য দেন ওয়ার্ডপ্রেস ঢাকা কমিউনিটির সংগঠক আবুল খায়ের ও ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ।
প্রেস রিলিজ