শিশুদের শ্রম থেকে নিবৃত করতে অভিভাবকদের আর্থিক সুরক্ষার উদ্যোগ নিচ্ছে সরকার :শ্রম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
বর্তমান সরকার শিশুদের শ্রম থেকে নিবৃত করতে তাদের অভিভাবকদের আর্থিক সুরক্ষার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি।
গৃহকর্মীদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার ও আহ্বান জানান তিনি।
নেত্রকোণায় ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। সরকার শিশুদের শ্রম থেকে নিবৃত করতে তাদের অভিভাবকদের আর্থিক সুরক্ষার উদ্যোগ নিচ্ছে। এর ফলে শিশুশ্রম হ্রাস পাবে। স্কুলগামী শিশুদের সংখ্যা বাড়বে এবং এরাই পরিবারের হাল ধরবে। তখন দেশ হবে দারিদ্রমুক্ত দেশ।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সামছুজ্জামান ভূঁইয়া, কর্মশালায় জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু।
এছাড়া কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।