নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় নিহত ৪
দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে এক বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সকালে উতিকা এভিনিউতে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন নারী। বাকীদের সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায় নি।
প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ।
ব্রুকলিনে এখন চলছে হিপহপ উৎসব। এই উৎসবের সাথে বন্দুক হামলার ঘটনার কোন সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। হামলার স্থানটি নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) স্থানীয় অফিস থেকে মাত্র তিন ব্লক দূরে।