কোনো সন্দেহ নেই, কাশ্মীর দ্রুতই স্বাধীন হবে: ইমরান খান
দুরন্ত ডেস্ক: কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বেশ সরব। সম্প্রতি শেষ হওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও তিনি কাশ্মীর ইস্যুতে বক্তব্য রেখেছেন। এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী জানালেন কাশ্মীর খুব দ্রুতই স্বাধীন হবে।
শনিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে ইমরান খান লিখেছেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরে স্বাধীনতা আসছে এবং শিগগিরই আসছে। ইনশাআল্লাহ।
জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে ইমরান খান বলেছিলেন, ‘কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ নং আর্টিকেল ভারত বাতিল করল। কাশ্মীরে প্রচুর সেনা সমাবেশ করল। এখন কাশ্মীরে মোট সেনার পরিমাণ ৯ লাখের বেশি। এর মাধ্যমে ৮ মিলিয়ন লোকের উপর কারফিউ জারি করা হলো।’
তিনি আরো বলেন, ‘নরেন্দ্র মোদি আরএসএস এর আজীবন সদস্য। আরএসএস এমন একটি সংগঠন যেটি এডলফ হিটলার এবং মুসোলিনীর হিংস্র আদর্শে অনুপ্রাণিত। নাৎসিরা যে পদ্ধতিতে অন্য সকল জাতি হতে নিজেদের সেরা ভাবতো একইভাবে আরএসএসও নিজেদের সবার চেয়ে সেরা মনে করে। আর সেই আরএসএস ভারত থেকে মুসলমানদের জাতিগত নিধনে বিশ্বাসী। গুগল করে আপনি জানতে পারবেন আরএসএস এর প্রতিষ্ঠাতা গোলকওয়ার। এই ঘৃণার আদর্শ ১৯৪৮ সালে হত্যা করেছে ভারতের অবিসংবাদিত নেতা মহাত্মা গান্ধীকে।’