এবার পেঁয়াজের ডাবল সেঞ্চুরি
পেঁয়াজের দাম এবার এক লাফে ডাবল সেঞ্চুরীর দৌরগড়ায়। আজ বৃহস্পতিবার রাজধানীর বাজারে প্রতি কেজি পেঁয়াজ প্রায় ৫০ থেকে ৬০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। সকালেও কোনো কোনো বাজারে দাম ছিল ১৮০ টাকা। কোনো কোনো খুচরা বাজারে দাম ২২০ টাকা পর্যন্ত উঠেছে।
গত সেপ্টেম্বরের শেষ থেকে অস্থির হয়ে উঠে পেঁয়াজের বাজার। বাংলাদেশ পেঁইয়াজ আমদানির ক্ষেত্রে ভারতের ওপরই নির্ভরশীল। ফলে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে দাম বাড়তে থাকে। তখন দুই দিনের মধ্যে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ১০০ টাকা ছাড়ায় দেশি পেঁয়াজের দাম। ভারতীয় পেঁয়াজও বিক্রি হতে থাকে ১০০ টাকার কাছাকাছি দরে। অবশ্য বাজার তদারকি ও হুজুগ শেষের পর দাম আবার কিছুটা কমে। তবে গত কয়েক দিন ধরে আবার লাগামহীন হয়ে পড়েছে পেঁয়াজের দাম।
শুধু রাজধানী ঢাকার ভিতরে নয়,ঢাকার বাইরের বাজার গুলোতেও পেঁয়াজের বাজারে আগুন। হুটহাট করে যখন তখন পেঁয়াজের দাম লাগামহীন ভাবে বেড়েই চলছে।দুইদিন যখন দাম নাগালের মধ্যে থাকে তার পরই হঠাৎ করে পেঁয়াজের দাম কয়েকগুন বেড়ে যায়।